Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নবীনগরে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৭, ২০২৩, ১০:৫৫ এএম


নবীনগরে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বিষধর সাপের কামড়ে সোনিয়া আক্তার নামক এক স্কুলছাত্রীর প্রাণ গিয়েছে।

শনিবার রাত ৮টায় উপজেলার বিটঘর গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। বিঘটর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ুয়া মৃত সোনিয়া ওই এলাকার মজনু খানের মেয়ে।

এবিষয়ে সোনিয়ার বাবা মজনু খান জানান, তার মেয়ে সোনিয়া সোফায় বসে মেহেদী দেয়ার সময় একটি বিষধর সাপ সোফার নিচে থেকে তার বাম পায়ে কামড় দিলে সোনিয়া সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তারা তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। সোনিয়ার অকাল মৃত্যুতে শোকের মাতম চলছে তার পরিবারে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুজ্জামান হিমেল জানান, রাত সাড়ে ৯টার দিকে সোনিয়াকে তার পরিবারের লোকজন মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। সোনিয়া পায়ে সাপের কামড়ের চিহ্ন ছিল। বিষধর সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে।

এইচআর

Link copied!