Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সংষ্কারের অভাবে অস্বাস্থ্যকর হচ্ছে বাজারের পরিবেশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৭, ২০২৩, ০২:০৮ পিএম


সংষ্কারের অভাবে অস্বাস্থ্যকর হচ্ছে বাজারের পরিবেশ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতী বাজারে পাবলিক টয়লেট ও ড্রেনেজ সংষ্কারের অভাবে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। বাজারের দুই প্রান্তে দু’টি পাবলিক টয়লেট থাকলেও দীর্ঘদিন ধরে তার সংষ্কার কাজ বন্ধ রয়েছে।

এতে বাজার ব্যবসায়ীসহ সাধারন মানুষদের বিব্রতকর পরিস্থিতে পরতে হচ্ছে। প্রাকৃতিক ডাকের সময় মহিলাদের সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয়। এদিকে, বাজারের একটি টোল ঘর ও ড্রেন লাইন আটকে ঘর তুলে বসবাস করছে কতিপয় অসাধু ব্যক্তিরা।

ফলে, ড্রেনেজ ব্যবস্থার সংষ্কার ও পানি নিষ্কাশনের অভাবে অল্প বৃষ্টিতেই জমছে পানি। অতিদ্রুত টয়লেট ও ড্রেনেজ ব্যবস্থার সংষ্কার করে বাজারটিকে একটি স্বাস্থ্যকর পরিবেশে ফিরিয়ে আনতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয় ব্যবসায়ীসহ সাধারন মানুষ।

জানা যায়, উপজেলার লালুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বানাতী বাজারটি প্রায় একশ বছরের পুরানো একটি বাজার। পায়রা পোর্ট ও শের-ই-বাংলা নৌঘাঁটি’র মতো দু’টি মেঘা প্রযেক্ট এখানে স্থাপন করায় এ বাজারের গুরুত্ব দিন দিন বেড়েই চলছে। সম্প্রসারন হয়েছে রাস্তাঘাট।

তবে দীর্ঘদিন ধরে পাবলিক টয়লেট ও ড্রেনেজ ব্যবস্থার সংষ্কার না হওয়ায় বাজারে এখন অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হচ্ছে। এতে প্রতিনিয়ত সবাই স্বাস্থ্য ঝুঁকিতে পরছে বলে মনে করছেন স্থানীয় একাধিক ব্যবসায়ী।

বাজারের মিল ব্যবসায়ী হেমায়েত উদ্দিন হিরন মৃধা বলেন, আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য ঝুঁকিতে পরছি। এখানে দু’টি টয়লেট রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে সংষ্কারের অভাবে এখন তা ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে।

বাজারের অপর এক ব্যবসায়ী জানান, কয়েকজন লোক বাজারের টোল ঘর ও ড্রেনের লাইন বন্ধ করে বিল্ডিং ঘর তুলে তা দখল নিয়েছে। এতে ড্রেনগুলো আটকে পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। ফলে, এখন অল্প বৃষ্টি হলেই তলিয়ে যাচ্ছে বাজারটি।

পশরবুনিয়া থেকে আসা এক মহিলা ক্রেতা জানান, বাজারে দু’টি পাবলিক টয়লেট আছে কিন্তু তা খুবই খারাপ অবস্থায় রয়েছে। এ টয়লেটগুলো ব্যবহার করলে স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা রয়েছে। এগুলো দেখার কি কেউ নেই।

বানাতী বাজার কমিটি’র সভাপতি মো. রুবেল হাওলাদার বলেন, দীর্ঘদিন ধরে সংষ্কারের অভাবে বাজারের টয়লেট দু’টি এখন ব্যবহারের প্রায় অনুপযোগী হয়ে পরেছে। পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার সংষ্কারও এখন জরুরী হয়ে পরেছে। এগুলো সংষ্কারে বিষয়ে তিনি যথাযথ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।

লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস বলেন, টয়লেট দু’টি আসলেই খুব নাজেহাল অবস্থায় রয়েছে। ইউনিয়ন পরিষদের আগামী বরাদ্ধ থেকে টয়লেট দু’টি সংষ্কার করার ব্যবস্থা করার চেষ্টা করবো। এদিকে, ড্রেনের উপরে যে সকল স্থাপনা উঠেছে সেগুলো অপসারন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা সচল করতে হবে।

এবিষয়ে তিনি উপজেলা প্রশাসনের সহযোগীতা কামনা করেন। তবে, টয়লেট ব্যবহারের বিষয়ে সকলকের সতর্কতা ও সচেতনতা কামনা করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গির হোসেন বলেন, বাজারের উন্নয়ন ও জনসাধারনের স্বার্থে পাবলিক টয়লেট ও ড্রেনেজ ব্যবস্থার সংষ্কার করা জরুরী। তবে এবিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানান।

এইচআর

Link copied!