Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মহালছড়িতে চোলাই মদসহ গ্রেপ্তার ২

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

সেপ্টেম্বর ১৭, ২০২৩, ০৭:২৩ পিএম


মহালছড়িতে চোলাই মদসহ গ্রেপ্তার ২

খাগড়াছড়ির মহালছড়িতে চোলাই মদ ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি-খাগড়াছড়ি রাস্তার মহালছড়ি খালের ব্রিজের উপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- লক্ষীছড়ি উপজেলার বেলক্কপাড়া গ্রামের জ্ঞান চাকমা(৫২) ও রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার কৃষ্ণমাছড়া এলাকার লবা চাকমা (৩২)।

মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসান জানান, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

এআরএস

Link copied!