Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বোয়ালমারীতে সর্পদংশনে নারীর মৃত্যু

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৭, ২০২৩, ০৭:৩৯ পিএম


বোয়ালমারীতে সর্পদংশনে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সর্পদংশনে সুনিতা বিশ্বাস (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার রাত ৯টায় তাকে সাপেদংশন করলে ফরিদপুরে মধ্যরাতে সে মারা যায়। সে উপজেলার শেখর ইউনিয়নের চাপখন্ড গ্রামের গোলক বিশ্বাসের স্ত্রী।

জানা যায়, শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত নয়টা দিকে গোয়াইল ঘর থেকে ফেরার সময় তার ডান পায়ে সাপে কামড় দেয়। পরিবারের লোকজন তাকে পাশের বয়রা এবং ভুলবাড়িয়া গ্রামে ওঁঝার নিকট গেলে তারা ডাক্তার দেখানোর পরামর্শ দেয়।

পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শেখর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য মো. পান্নু মোল্যা সর্পদংশনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এআরএস

Link copied!