Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সারাদেশে স্থানীয় সরকার দিবস পালিত

সাহিদুল ইসলাম ভূঁইয়া

সেপ্টেম্বর ১৭, ২০২৩, ০৮:৪১ পিএম


সারাদেশে স্থানীয় সরকার দিবস পালিত

সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়ন-উদ্ভাবনে স্থানীয় সরকার- এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (১৭ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন স্থানে স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

মৌলভীবাজার : দিবসটি উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি বের হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে জেলা প্রশাসক ড. ঊর্মি বিনতে সালামের সভাপতি আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এমপি নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন, নারী আসনে সংসদ সৈয়দা জহুর আলাউদ্দিন, পৌরমেয়র মোহাম্মদ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে।
বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী মো. খালেদুজ্জামান, মুত্তিযোদ্ধা মোহাম্মদ জামাল উদ্দিন, বিটিভি জেলা প্রতিনিধি হাসানাত কামাল। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধি, পৌর কাউন্সিলর, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পাবনা: ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের বিভিন্ন দপ্তরের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে বিভিন্ন উন্নয়ন সম্পর্কে সাধারণ মানুষদের অবহিত করতে পাবনা সদর উপজেলায় এ উপলক্ষ্যে একটি মেলার আয়োজন করা হয়েছে। ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স। এসময় বক্তব্য দেন এমপি প্রিন্স। 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনীসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

রাঙ্গামাটি : দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে একটি শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জিমনেশিয়ামে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে কুমার সুমিত রায় জিমনেশিয়ামে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। মেলায় সরকারি বিভিন্ন দপ্তর নিজ নিজ দপ্তরের উন্নয়ন কর্মকাণ্ড প্রদর্শন করা হয়।

মেলার উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন, রাঙামাটি পৌরমেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহিদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী প্রমুখ।

গোপালগঞ্জ : সদর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকারের উপ-পরিচালক  মোহাম্মদ আজহারুল ইসলামের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম।  বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের সভাপতি মো. মাহাবুব আলী খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দীন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) : উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।

মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. শরিফুল ইসলাম বিদ্যুৎ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। মাটিরাঙ্গা পৌরমেয়র মো. শামছুল হক ,মাটিরাঙ্গা উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা বেগম, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. আনিছুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা থানার ইন্সপেক্টর তদন্ত মো. শরীফ, মাটিরাঙ্গা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান  মাটিরাঙ্গা উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক সুুুবাস চাকমা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

কিশোরগঞ্জ : জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ, কিশোরগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, পৌরমেয়র পারভেজ মিয়া। এ সময় জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।

পীরগঞ্জে (ঠাকুরগাঁও) : উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি বের করে শহরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে। পরে পায়রা উড়িয়ে  অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে  উপজেলা হলরুমে এক আলোচনা সভায় মিলিত হন।  পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহারিয়ার নজিরের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও- ৩ আসনের সাবেক এমপি ইমদাদুল হক, পীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌরমেয়র ইকরামুল হক, টেলিনা সরকার হিমু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হিটলার হক, মোখলেসুর রহমানসহ আরো অনেকে।

হোমনা (কুমিল্লা) : উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রাঙ্গন থেকে একটি র্যালি শুরু হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমিতে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্ধোধন ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা, পৌরমেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন সরকার, হোমনা থানা ওসি জয়নাল আবেদীনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন সদস্যরা।

আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় তিনদিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলা উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মেলা উপলক্ষে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে জাতীয় স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন মেলা উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারফ হোসেন প্রমুখ।

গৌরীপুর (ময়মনসিংহ) : উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে ফিতা কেটে উদ্ধোধন করেন প্রধান অতিথি এমপি অ্যাড. নাজিম উদ্দিন আহমেদ। উদ্ধোধনের পর একটি র্যালি বের করা হয়।র্  র্যালি শেষে অংশগ্রহণকৃত বিভিন্ন দপ্তরের ৩৫ টি উন্নয়ন মেলার স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনিন, থানার ওসি মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা আ.লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন প্রমুখ।

ত্রিশাল (ময়মনসিংহ) : দিবসটি উপলক্ষে একটি র্যালি বের হয়ে ইউএনও পার্কের বটতলা থেকে বের হয়ে পৌরশহর প্রদক্ষিণ করে নির্বাহী কর্মকর্তার অফিস মাঠে গিয়ে শেষ হয়। ৩ দিন দিনব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন করেন এমপি হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী। পরে এক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল থানার তদন্ত ওসি  আবু বকর সিদ্দিক, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমাসহ আরো অনেকে।

ভান্ডারিয়া (পিরোজপুর) : উপজেলা  প্রশাসনের উদ্যোগে জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়াতে দিবসটি পালন করার জন্য দেশে প্রথমবারের মতো  মেলায় আয়োজন করা হয়।  উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ উদ্যোগে শহরে একটি র্যালি বের  হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে  উপজেলা পরিষদ চত্বরে  বিভিন্ন দপ্তরের ১২ উন্নয়ন মূল স্টল উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন আরাফাত রানা, এ সময় উপস্থিত ছিলেন পৌরমেয়র ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এনামুল করিম পান্নাসহ বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তা, মেয়র, চেয়ারম্যান, কমিশনার, ইউপি  সদস্য, সাংবাদিক,  শিক্ষার্থীরা  অংশ নেয়।

ডামুড্যা (শরীয়তপুর) : উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিন দিনব্যাপী উন্নয়নমূলক মেলা উদ্বোধন ও  বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সবিতা সরকারের সভাপতিত্বে উপজেলার ইউআরসি কর্মকর্তা ফয়জুল কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন মাঝি, ডামুড্যা পৌরমেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. শেখ মোহাম্মদ মোস্তফা খোকন, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা সব্যাসাজী মজুমদার প্রমুখ।

ধর্মপাশা (সুনামগঞ্জ) : উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে পরিচালনা করেন উপজেলা প্রকৌশলী মো. শাহাবউদ্দিন। এতে বক্তব্য দেন, ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. অলিদুজ্জামান, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক শামিম আহমেদ বিলকিস,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মো. আব্দুল মোতালেব সরকার,   জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান, পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল প্রমুখ।

ধর্মপাশা উপজেলা চত্বরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শীতেষ চন্দ্র সরকার।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) : উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। তিন দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কান্তি সাহা, উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা সঙ্গীতা সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা মাধ্যমিক অফিসার আব্দুল হাই রকেট ও ফুলবাড়ী উপজেলার সকল ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি সহ আরো অনেকে ।

তেঁতুলিয়া (পঞ্চগড়) : উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি বের করা হয়, র্যালি শেষে মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার  ফজলে রাব্বির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মণ্ডল, বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকীসহ প্রমুখ।

আটঘরিয়া (পাবনা) : উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাহারুল ইসলাম। উদ্বোধনের পর আলোচনা সভায় সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাহারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জহুরুল হক, সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ প্রমুখ। আলোচনা শেষে স্থানীয় সরকারের বিভিন্ন ইউনিয়ন পরিষদের বিভিন্ন কর্মকান্ডের তথ্যচিত্রের ৮ টি স্টল সর্বসাধারনের প্রদর্শণীর জন্য মেলা উন্মুক্ত করে দেয়া হয়। আলোচনা সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন, উপজেলা শিক্ষা অফিসার রমজান আলী সরকার, আটঘরিয়া সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, সাংবাদিক মাসুদ রানা প্রমুখ।

বাগমারা (রাজশাহী) : উপজেলা প্রশাসন ও পরিষদের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করা হয় উন্নয়ন মেলা উপলক্ষ্যে। পরে উপজেলা চত্বরের শিশুপার্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক। উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীতের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, ভবানীগঞ্জ পৌরমেয়র আব্দুল মালেক মণ্ডল, বাগমারা থানার ওসি তদন্ত সোহেব খানসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উন্নয়ন মেলার কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বোদা (পঞ্চগড়) : উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা এবং তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে।  
উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মেলা চত্বরে  উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশার সভাপতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী অ্যাড. মো.নূরুল ইসলাম সুজন এমপি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু, বোদা পৌরমেয়র আজাহার আলীসহ উপজেলার সামাজিক ও সচেতন ব্যক্তি উপস্থিত ছিলেন। শেষে অনুষ্ঠানের অতিথিরা আয়োজিত উন্নয়ন মেলার স্টল পরিদর্শন করেন।

ডোমার (নীলফামারী) : উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে উন্নয়ন মেলার আলোচনা সভায় সমবেত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, ডোমার থানার ওসি মাহমুদ উন নবী প্রমুখসহ স্থানীয় সরকারের সকল ইউপি চেয়ারম্যান, সদস্যরা ও সুধীজন।

রাজস্থলী (রাঙ্গামাটি) : উপজেলা প্রশাসন ও পরিষদের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে পরিষদের অডিটোরিয়ামে ইউএনও শান্তনু কুমার দাশের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা খাদ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিষ ভৌমিকের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আ.লীগের সভাপতি উবাচ মারমা। অন্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, উপজেলা কৃষি অফিসার আবুল খায়ের উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন ইউনিয়নের  ইউপি সদস্য এবং সংরক্ষিত মহিলা ইউপি সদস্যরা, উদ্যোক্তা, পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উন্নয়ন মেলার কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মহম্মদপুর (মাগুরা) : উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৩দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উদ্বোধন করেন মাগুরা-২ আসনের এমপি ড. শ্রী বীরেন শিকদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. বরকত আলী, উপজেলা  প্রকৌশলী মোহাম্মদ সাদ্দাম হোসাইন, মহম্মদপুর থানার পরিদর্শক বোরহান উল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

কালিয়াকৈর (গাজীপুর) : উপজেলা চত্বরে অনুষ্ঠানটি উদ্বোধন করা হয় ও একটি একটি র্যালি বের হয়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা নাসরিন আরা পোষন, উপজেলা সমবায় কর্মকর্তা সাবিরা খান, উপজেলা সহকারী প্রকৌশলী নিতাই চন্দ্র রায়, আটাবহ ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সাকিল, মৌচাক ইউনিয়নের চেয়ারম্যান লোকমান হোসেন, ঢালজোড়া ইউনিয়নের চেয়ারম্যান ইছামদ্দীন, ফুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহআলম সরকারসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও ইউপি মেম্বাররা।

দশমিনা (পটুয়াখালী) : উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউএনও নাফিসা নাজ নীরা, নাসির পালোয়ান, গাজী মিজান, জাফর আহমেদ ও মকবুল হোসেন প্রমুখ।

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) : দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলায়েত হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রাণী নাগ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যরা। জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয়। এতে ১৪টি ইউনিয়ন পরিষদসহ ১৬টি স্টল অংশগ্রহণ করেন।

রোয়াংছড়ি (বান্দরবান) : উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ৩দিনব্যাপী উপজেলা প্রাঙ্গণের উন্নয়ন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উন্নয়ন মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা। দিবসটি উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রোয়াংছড়ি থানার ওসি মো. আবদুল মান্নান, রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যাসহ উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি মেম্বাররা উপস্থিত ছিলেন।

হোসেনপুর (কিশোরগঞ্জ) : দিবস উপলক্ষে উন্নয়ন মেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে কিশোরগঞ্জ -১(সদর-হোসেনপুর) আসনের এমপি ডা. সৈয়দা জাকিয়া নুর লিপির নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আয়োজিত মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি ডা. সৈয়দা জাকিয়া নুর লিপি। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, মহিলা ভাইস-চেয়ারম্যান রওশনারা রুনো, উপজেলা আ.লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া প্রমুখ।

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) : উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। উন্নয়ন মেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কসবা উপজেলা নির্বাহী অফিসার আমিমুল এহসান খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাড. রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, বিশেষ অতিথি ছিলেন কসবা পৌরমেয়র এমজি হাক্কানী, উপজেলা ভাইস চেয়ারম্যান মনির হোসেন ও উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।  উন্নয়ন মেলায় ৪ টি স্টল স্থান পেয়েছে।  

কালকিনি (মাদারীপুর) : উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্যে রাখেন সংরক্ষিত মহিলা আসনের এমপি তাহমিনা সিদ্দিকী,উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা, পৌরমেয়র এস এম হানিফ, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম, প্যানেল মেয়র মো. নাসির উদ্দিন শিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাহেবরামপুর ইউপি চেয়ারম্যান মাহবুব রহিম মুরাদ সরদার, শিকারমঙ্গল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম মাল, পৌরসভার কাউন্সিলর ইউনুস হাওলাদার, কাউন্সিলর আসাদুজ্জামান লাবু ও সরকারি পল্লী সঞ্চয় ব্যাংকের কালকিনি উপজেলার শাখার ম্যানেজার মাসুম আহম্মেদ বিভিন্ন অধিদপ্তরের অফিসারসহ রাজনীতি নেতারা।

এআরএস

Link copied!