Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাঙামাটিতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি প্রতিনিধি

সেপ্টেম্বর ১৭, ২০২৩, ০৯:১৬ পিএম


রাঙামাটিতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার-উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে মধ্য দিয়ে রাঙামাটিতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও উন্নয়ন মেলা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে একটি শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জিমনেশিয়ামে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে কুমার সুমিত রায় জিমনেশিয়ামে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। মেলায় সরকারী বিভিন্ন দপ্তর নিজ নিজ দপ্তরের উন্নয়ন কর্মকাণ্ড প্রদর্শন করা হয়।

মেলার উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহিদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী প্রমুখ।

এআরএস

Link copied!