Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

হরিণের মাংসসহ গ্রেপ্তার ২

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০৫:১৭ পিএম


হরিণের মাংসসহ গ্রেপ্তার ২

বাগেরহাটের রামপালে হরিণের মাংসসহ দুই শিকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে থানায় মামলা দায়ের হয়েছে।

আটককৃতরা হলেন- মোংলা উপজেলার সোনাইলতলা গ্রামের হাসান সরদারের ছেলে শওকত আলী (৩৭) ও রামপাল উপজেলার ব্রী চাকশ্রী গ্রামের শেখ আশরাফ আলীর পুত্র শেখ হেকমত আলী (৩৯)।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় আসামিদের  আদালতে পাঠানো হয়েছে।

রামপাল থানায় অফিসার ইনচার্জ এসএম আশরাফুল আলম জানান, সোমবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে রামপাল থানাধীন বাঁশতলী ইউনিয়নের গিলাতলা বাজারের ব্যাংকের মোড় নামক স্থানে পাকা রাস্তার উপর দিয়ে মোটরসাইকেলযোগে মাংস বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল তারা। ওই সময় গিলাতলা বাজারের পাহারাদারদের সহায়তায় তাদের কাছ থেকে হরিণের মাংস ও মোটরসাইকেল জব্দ করা হয়। আজ  আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, হরিণ শিকারী সিন্ডিকেটের সঙ্গে কারা কারা জড়িত আছে তার কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। শিকারীচক্রকে নির্মূল করা হবে।

এআরএস

Link copied!