Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বড়লেখায় ভারতীয় মদসহ আটক ১

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০৫:৩৭ পিএম


বড়লেখায় ভারতীয় মদসহ আটক ১

মৌলভীবাজারের বড়লেখায় ২৩ পিস ভারতীয় মদসহ মিশন কান্ত দাস (৩৩) নামের এক ব্যাক্তিকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে বড়লেখা থানা পুলিশ ।

রোববার ১৭ সেপ্টেম্বর রাত প্রায় ১০ গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে এস আই জাহিদের নেতৃত্বে ২৩ পিস ভারতীয় মদসহ আটক করেছেন পূর্ব মাইজগ্রামের রসেন্দ্র দাসের ছেলে মিশন কান্ত দাস (৩৩)কে।  

দাসের বাজার ইউনিয়নের কলেজ রোডের মোবারক মার্কেটের সামনের তিন রাস্তার মোড এলাকা থেকে মদসহ মিশন দাসকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার সাথে অপর মাদক ব্যবসায়ী সংকর দাস পালিয়ে যায়।  

স্থানীয় ইউপি সদস্য ইমাম উদ্দিন হিফজুর পূব মাইজগ্রাম জামে মসজিদের সভাপতি মো. ফারুক উদ্দিন, সুলতান আহমদ  নুনুজ্জামানসহ অনেকে জানান মিশন কান্ত দাস দীর্ঘ দিন এলাকায়  মদ গাঁজা ব্যবসা চালিয়ে যাচ্ছে। মিশনের সাথে বড় একটি চক্র তার সাথে জড়িত রয়েছে বলে তারা জানান।

এলাকার লোকজন মিশন কান্ত দাসকে বার বার অনুরোধ ও প্রতিবাদ করেন গাঁজা ব্যবসা না করতে। তারা আরও জানান এলাকার ছাএ সমাজ যুব সমাজ নেশায় আসক্ত হচ্ছেন। মিশন কান্ত দাস গ্রেফতার হওয়ায় এলাকার লোকজন সস্তিতে আছেন। প্রতিবাদী এলাকার লোকজন আইনের মাধ্যমে মিশন কান্ত দাসের শাশ্তি কামনা করছেন।

এইচআর

 

Link copied!