বাগেরহাট প্রতিনিধি
সেপ্টেম্বর ১৯, ২০২৩, ১০:৩৮ এএম
বাগেরহাট প্রতিনিধি
সেপ্টেম্বর ১৯, ২০২৩, ১০:৩৮ এএম
বাগেরহাটের মোড়লগঞ্জে এক হাজার ১৫০ পিস ইয়াবাসহ মো. রবিউল ইসলাম (১৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের ঘষিয়াখালী গ্রামের মো. দুলাল খলিফা এর দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার ১৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
আটক মাদক কারবারি রামপাল উপজেলার দক্ষিন মল্লিকের বেড়-ডালিপাড়া এলাকার শাহ আলম হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিউল ইসলাম নামের এক যুবককে এক হাজার ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।
এইচআর