Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

শালবন মসজিদে পার্বত্য জেলা পরিষদের উদ্যােগে ঢেউটিন বিতরণ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

সেপ্টেম্বর ১৯, ২০২৩, ০৩:০৯ পিএম


শালবন মসজিদে পার্বত্য জেলা পরিষদের উদ্যােগে ঢেউটিন বিতরণ

খাগড়াছড়ি শালবন রহমানিয়া শাহী জামে মসজিদ খতিবের বাসভবন নির্মাণের জন্য পার্বত্য জেলা পরিষদের উদ্যােগে দশ বান ঢেউটিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মসজিদ কমিটির হাতে এ টিন তুলেদেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, খাগড়াছড়ি জেলা আ. লীগের সহ সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাশেম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিলোৎফল খীসা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শুভ মঙ্গল চাকমা, খাগড়াছড়ি সিভিল সার্জন মোহাম্মদ ছাবের, পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং  চৌধুরী,  পৌর কাউন্সিলর মানিক পাটোয়ারী, পৌর কাউন্সিলর মো. রেজাউল করিম, শালবন রহমানিয়া শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, শালবন রহমানিয়া শাহী জামে মসজিদের খতিব মাওলানা মো. হুমায়ন কবির উপস্থিত ছিলেন।

জসীম/এআরএস

Link copied!