Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

মাটিরাঙ্গায় স্থানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলার সমাপনী পুরুস্কার বিতরণ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

সেপ্টেম্বর ১৯, ২০২৩, ০৭:১৮ পিএম


মাটিরাঙ্গায় স্থানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলার সমাপনী পুরুস্কার বিতরণ

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠান ও  পুরুস্কার বিতরণ অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। মাটিরাঙ্গা উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. আনিছুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান, মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. শরিফুল ইসলাম বিদ্যুৎ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অন্যান্যর মাঝে মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রহমত উল্লাহ, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল গনি, বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইলিয়াছ, তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পেয়ার আহম্মেদ মজুমদার, মাটিরাঙ্গা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর সহকারি প্রকৌশলী দীপ শিখা চাকমা, মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.শেখ আশ্ররাফ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা বন বিভাগের রেঞ্জকর্মকর্তা মো.আতাউর রহমান, মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.ওবায়দুল হকসহ জনপ্রতিনিধি, সাংবাদিক,সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার-এই স্লোগানকে সামনে রেখে দেশে প্রথমবারের মতো উদযাপিত হলো জাতীয় স্থানীয় সরকার দিবস। মূলত: জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সাথে জনগণের সম্পৃক্ততা বাড়াতেই দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নেয় সরকার।

মাটিরাঙ্গায়  জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিনদিন ব্যাপি উন্নয়ন মেলায় উপজেলার ১১টি প্রতিষ্টান অংশগ্রহন করেন। বড়নাল ইউপি শ্রেষ্ট হয়েছেন। মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী উন্নয়ন মেলায় অংশগ্রহনকারীদের হাতে ক্রেষ্ট তুলেদেন।

সেরা স্টল নির্ধারণের বিষয়ে জানতে চাইলে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বলেন, মাটিরাঙ্গায়  জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে  উন্নয়ন মেলায় উপজেলার ১১টি প্রতিষ্টান অংশগ্রহন করেন মেলায় আশা দর্শনার্থীদের আকর্ষণ, স্টলের ডেকোরেশন, ধরন, মানের বিষয়ের ভিত্তিতে তিনটি প্রতিষ্ঠানকে সেরা নির্বাচিত করা হয়েছে এর মধ্যযে বড়নাল ইউনিয়নের স্টল শ্রেষ্ঠ হয়েছে।

এইচআর

Link copied!