Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

মাগুরা সাংবাদিক ফোরামের সভাপতি মিরাজ সম্পাদক ওবায়দুর

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৯, ২০২৩, ০৮:১৭ পিএম


মাগুরা সাংবাদিক ফোরামের সভাপতি মিরাজ সম্পাদক ওবায়দুর

দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি মিরাজ আহমেদকে সভাপতি এবং দৈনিক দেশের পত্রের প্রতিনিধি ওবায়দুর রহমানকে সাধারণ সম্পাদক করে মাগুরা জেলা সাংবাদিক ফোরামের (মাসাফো ২০২৩-২৫) নতুন কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মাগুরা পৌরসভা মেয়রের কক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি এস আর হান্নান (যায়যায়দিন ), যুগ্ম সাধারণ সম্পাদক সুজন মাহমুদ (শ্যাম বাজার), সাংগঠনিক সম্পাদক মহসিন মোল্লা (আজকের কাগজ), অর্থ সম্পাদক আলী হাসান (শ্যাম বাজার), প্রচার সম্পাদক জুয়েল রানা (ভোরের চেতনা), ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাজেদুল ইসলাম (গণমুক্তি), সমাজকল্যাণ সম্পাদক ইমরান হোসেন (কলমের কথা), মহিলা বিষয়ক সম্পাদক মিস্টি মনি বর্ষা, দপ্তর সম্পাদক শাহিনুর রহমান হিটু (গণজাগরণ), কার্যনির্বাহী সদস্য-মিজানুর রহমান (সিকিউরিটি বার্তা), দেলোয়ার হোসেন (চ্যানেল জি বাংলা), স্বাধীন হোসেন (চ্যানেল টুয়েন্টিফোর), রাজিব হোসেন শ্যামল কুমার বিশ্বাস (দৈনিক বিশ্ব), রাব্বি হোসেন (পর্যবেক্ষণ), সাজ্জাদ হোসেন (ডেসটিনি), মো. ইন্নাচ হোসেন (শ্যাম বাজার), রমজান শিকদার (ক্রাইম ইন্টারন্যাশনাল), শাকিব খান (বাংলাদেশের সময়) সাজ্জাদ হোসেন (মাগুরা নিউজ টিভি), ইমরান হোসেন (দৈনিক মাগুরা) ও এসএম সুমন ( দৈনিক দেশ)।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সদস্যদের হাতে সংগঠনের গঠনতন্ত্র তুলে দেন ফোরামের প্রতিষ্ঠাতা মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল।

এআরএস

 

Link copied!