Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পানছড়িতে বিদেশি সিগারেটসহ গ্রেপ্তার ১

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

সেপ্টেম্বর ২০, ২০২৩, ০১:১০ পিএম


পানছড়িতে বিদেশি সিগারেটসহ গ্রেপ্তার ১

খাগড়াছড়ি জেলার পানছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ২০০ প্যাকেট বিদেশি সিগারেট জব্দ, ১টি অটো-রিক্সাসহ প্রিয়তম দেওয়ান (২৯)নামে একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পানছড়ি থানার উপ-পরিদর্শক এসআই (নিঃ) সৈয়দ ছানাউল্লাহ্, সঙ্গীয় ফোর্সসহ পানছড়ি থানা এলাকায় রাত্রীকালীন মোবাইল ডিউটি পরিচালনা করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানাধীন কলোনীপাড়া সাকিস্থ পানছড়ি উপজেলা মাঠ সংলগ্ন পানছড়ি টু খাগড়াছড়ি সড়কে কৌশলে চোরাকারবারি চক্রের ১ জন সদস্যকে বিদেশি সিগারেট ও ১টি অটো-রিক্সাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি প্রিয়তম দেওয়ান (২৯) খাগড়াছড়ি সদর উপজেলা ভাইবোন ছড়া ইউপির দেওয়ান পাড়া এলাকার রনধীর দেওয়ানের ছেলে।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন উর রশীদ জানান, থানা পুলিশের অভিযানে বিদেশী সিগারেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য দুই লাখ ষোল হাজার টাকা। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিধি মোতাবেক অত্র থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন সোনার বাংলাদেশ বিনির্মানে দেশের অর্থনীতির জন্য হুমকি এইরুপ অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসে তাদের দৃষ্টান্তমুলক শাস্তির ব্যাবস্থা করতে খাগড়াছড়ি জেলা পুলিশ সর্বদা তৎপর।

এইচআর

Link copied!