Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মেহেরপুরে ইয়াবাসহ ২জন আটক

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ২০, ২০২৩, ০৭:০২ পিএম


মেহেরপুরে ইয়াবাসহ ২জন আটক

মেহেরপুরের গাংনীস্থ র‌্যাবের অভিযানে ৭৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২জনকে আটক করা হয়েছে।  এসময় তাদের ব্যবহৃত ১টি মােটরসাইকেল ও ২টি মােবাইলফােন জব্দ করা হয়।  

আটককৃতরা হলেন-মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের ইউনুস আলী বিশ্বাসের ছেলে রিন্টু বিশ্বাস (৩৫) ও একই গ্রামের মৃত আব্বাস বিশ্বাসের ছেলে সাঈদ আহমেদ (৩৩)।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর)  সন্ধ্যা পৌনে ৬টার  দিকে

র‌্যাব-১২, মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের সদস্য গাংনীর ঢেপা পাঙ্গাসিপাড়া- আমঝুপি সড়কে অভিযান চালিয়ে তাদের  আটক করা হয়।

গাংনী ১২ র‌্যাব ক্যাম্পের কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল।

আসামীদের পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরএস

Link copied!