Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বুড়িচংয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি

বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি

সেপ্টেম্বর ২১, ২০২৩, ১১:৪৫ এএম


বুড়িচংয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের বারাইর গ্রামে প্রায় এক হাজার ফুট পাইপ লাইন অকেজো করা হয়। বুধবার বুড়িচং উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলামের নেতৃত্বে ২৬টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও অবৈধ পাইপ লাইন ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তিনজন অবৈধ গ্যাস সংযোগ কারীকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এ সময় ১ইঞ্চি ২৫টি পাইপ যা দৈর্ঘ্য ২০ ফুট করে মোট ৫০০ ফুট এবং ২৬টি লোকাল রেগুলেটর জব্দ করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগকারীদের মধ্যে ৩ জনকে জন প্রতি ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।

বাকী অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়। এসময় একাজে সহযোগিতা করেন বাখরাবাদ গ্যাসের কুমিল্লা এর বিভিন্ন বিভাগের ডিজিএম গণ এবং বাখরাবাদ গ্যাস এর উপ-পরিচালক আব্দুর রউফ চৌধুরী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালন করেন কুমিল্লা জেলা পুলিশের একটি চৌকস টিম।

এইচআর

Link copied!