Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাউজানে দুইদিন ধরে যুবক নিখোঁজ

রাউজান প্রতিনিধি

রাউজান প্রতিনিধি

সেপ্টেম্বর ২১, ২০২৩, ০৫:৩০ পিএম


রাউজানে দুইদিন ধরে যুবক নিখোঁজ

চট্টগ্রামের রাউজান উপজেলায় মো.সাইফুল ইসলাম নামের (৪১) বছরের এক  যুবক  নিখোঁজ হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টার রাউজান নোয়াপাড়া থেকে তিনি নিখোঁজ হন।

নিখোঁজ সাইফুল ইসলাম ভোলা জেলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের চরটিটর গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে। তিনি চট্টগ্রাম রাউজান থানার নোয়াপাড়া এলাকার রাজমিস্ত্রীর কন্ট্রাক্টর ছিলেন।

এ ঘটনায় নিখোঁজ সাইফুল ইসলামের পরিবারের পক্ষ থেকে গত বুধবার রাউজান থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। সাইফুল ইসলামের ছেলে মো. সুমন বলেন, আমার বাবা মঙ্গলবার সকালে রাজ মিস্ত্রীর কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। এরপর রাত হলেও বাসায় ফেরেননি। পরে আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখোজি করে কোথায়ও না পাওয়ায় রাউজান থানায় একটি অভিযোগ করি।

অভিযোগের বিষয়ে রাউজান থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন ও সেকেন্ড অফিসার অজয় দেব শীলকে ফোন করলে ফোন রিসিভ না করায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এইচআর
 

Link copied!