Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মানিকছড়িতে দেশীয় চোলাইমদসহ ৩ কারবারি গ্রেপ্তার

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

সেপ্টেম্বর ২২, ২০২৩, ১২:৩৭ পিএম


মানিকছড়িতে দেশীয় চোলাইমদসহ ৩ কারবারি গ্রেপ্তার

মানিকছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরী ৪০লিটার চোলাই মদসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার অভিযান চলাকালে রাত ১০টার দিকে এসআই (নিঃ)/ আশিকুল ইসলাম সঙ্গীয় অফিসার এবং ফোর্সসহ মানিকছড়ির আমতলা এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, ৩ জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে মহাসড়কে অবস্থান করছে। এমন সংবাদে তাদের তল্লাশী করে ৪০ লিটার চোলাইমদ জব্দসহ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন-মিঞোইউ মারমা (৩৫), মাখ্যাই চিং মারমা (৪৩) ও শিশু চন্দ্র চৌধুরী (৪৭)।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ও সি) মো.আনচারুল করিম জানান আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা রুজু হয়েছে। আসামিদের বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

এইচআর

Link copied!