Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪,

আগামীকাল ফেনী ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

সেপ্টেম্বর ২২, ২০২৩, ০২:৫৫ পিএম


আগামীকাল ফেনী ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন

ফেনী ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন শনিবার (২৩ সেপ্টেম্বর)। প্রথম সমাবর্তন উপলক্ষে নয়নাভিরাম সাজে সেজেছে পুরো ক্যাম্পাস। আয়োজন করা হয়েছে সমাবর্তন-পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। এখন শুধু অতিথিদের হাত থেকে ডিগ্রি নেয়ার অপেক্ষায় গ্র্যাজুয়েটরা।

এ আয়োজন সম্পর্কে জানাতে বুধবার সংবাদ সম্মেলন করেছিলেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. জামাল উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার অধ্যাপক তায়বুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক হারুন আল রশীদ, রেজিস্ট্রার এ এস এম আবুল খায়ের, ডেপুটি রেজিস্ট্রারসহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার সকাল ১০টায় সমাবর্তনের মূল কার্যক্রম শুরু হবে। এরপর দুপুরের খাবার শেষে বিকেলের সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে দেশসেরা ব্যান্ড ‘শিরোনামহীন’ এর পরিবেশনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শিক্ষা উপমন্ত্রী মহিব্বুল হাসান চৌধুরী নওফেল এমপি। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যামিরাটস্ প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী।

ফেনী ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. আবু তাহের।

অনুষ্ঠানে কনভোকেশন স্পীকার হিসেবে বক্তব্য রাখবেন বুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সত্য প্রসাদ মজুমদার। শুভেচ্ছা বক্তব্য রাখবেন ফেনী ইউনিভার্সিটি ভিসি প্রফেসর ড. এম. জামাল উদ্দিন আহমেদ।

এদিকে প্রথম সমাবর্তন উপলক্ষে ইউনিভার্সিটির বর্তমান বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম জানান, ফেনী ইউনিভার্সিটিকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমাদের রয়েছে সুনির্দিষ্ট ভবিষ্যত কর্মপরিকল্পনা। যার অন্যতম একটি হল স্থায়ী ক্যাম্পাস নির্মাণ। আমরা ইতিমধ্যে ভবন নির্মাণের কাজ শুরু করেছি যা দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

এইচআর

Link copied!