Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আখাউড়ায় ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

আখাউড়া প্রতিনিধি

আখাউড়া প্রতিনিধি

সেপ্টেম্বর ২২, ২০২৩, ০৫:৫৬ পিএম


আখাউড়ায় ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামি মো. জাহাঙ্গীর খন্দকার (৫৫)কে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মো. জাহাঙ্গীর খন্দকার উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের তুলাই শিমুল গ্রামের মৃত নুরুল হক খন্দকারের ছেলে। তার বিরুদ্ধে ইতিপূর্বে থানায় দুইটি মাদকের মামলা রয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান পরিচালনা করে তার বসত ঘরের ভিতর টিনের ড্রামের ভিতর গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করে শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এইচআর 

Link copied!