Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সেপ্টেম্বর ২২, ২০২৩, ০৬:০২ পিএম


ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালকের মৃত্যু

আলমডাঙ্গার জগনাথপুর জেএস মাধ্যমিক বিদ্যালয়ের কাছে ট্রাকে চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক পাখি ভ্যান চালকের। আজ শুক্রবার বেলা ১২:১৫ মিনিট সময় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর-শ্রীরামপুর নামক জে এস মাধ্যমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনাটি ঘটে। 

নিহত ভ্যান চালক পার্শ্ববর্তী মিরপুর থানার আমবাড়িয়া গ্রামের বিশ্বাস পাড়ার মৃত আওলাদ আলীর ছেলে শাহজাহান (৫৫)।

প্রত্যক্ষদর্শী জানায়, আমবাড়িয়া গ্রামের সাহাহান ওরফে কালাচাঁদ আলমডাঙ্গা থেকে সার কিনে বাড়ি ফেরার উদ্দেশ্যে যাইতেছিল পথিমধ্যে জগনাথপুর ব্রিজ পার হয়ে জেএস মাধ্যমিক বিদ্যালয়ের কাছে গেলে বিপরীত দিক থেকে ছুটে আসা দ্রুত গতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তার মৃত্যু হয়।

স্থানীয় লোকজন ট্রাক চালককে আটক করে থানা পুলিশ হেফাযতে দেয়। আবার অনেকেই অভিযোগ করেছে নিহত ব্যক্তি ভ্যানচালক হওয়ায় ট্রাক ড্রাইভারকে পালিয়ে যেতে সাহায্য করেছে কতিপয় ব্যক্তি। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে হাজির হয়ে নিহতের লাশ উদ্ধার করে।

এইচআর

Link copied!