Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাণীশংকৈলে ইয়াবাসহ কারবারি আটক

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

সেপ্টেম্বর ২২, ২০২৩, ০৬:১০ পিএম


রাণীশংকৈলে ইয়াবাসহ কারবারি আটক

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১৫পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জামাল আলী ওরফে জালাল (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১:২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা কালে ১৫পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতেনাতে আটক করে। আটক জামাল আলী পৌরসভার ভান্ডারা এলাকার মৃতঃ ইউনুস আলীর ছেলে।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক মহোদয়ের দিকনির্দেশনায় রাণীশংকৈল থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা কালে পৌরসভার রংপুরিয়া মার্কেট এলাকা হতে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জামাল আলী ওরফে জালাল(২৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আসামির বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে। এই সংক্রান্তে রাণীশংকৈল থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।

এইচআর

Link copied!