Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রামগড়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

সেপ্টেম্বর ২৩, ২০২৩, ১০:৩৩ এএম


রামগড়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ফেনীর সদর থানাধীন লস্করহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ বছর পলাতক সাজাপ্রাপ্ত আসামি মো. আবুল বশর(৪৫)কে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ। ২৩ সেপ্টেম্বর রাত  আড়াইটার দিকে রামগড় পুলিশ অভিযান চালিয়ে ফেনী থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামি আবুল বশর খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার দক্ষিণ বাগানটিলা এলাকার বাসিন্দা মৃত সুলতান আহম্মদের ছেলে।

রামগড় থানা পুলিশ জানায়, সাজাসহ একাধিক পরোয়ানাভূক্ত আসামি আবুল বশর দীর্ঘ ১৩ বছর ধরে পলাতক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালন। তার বিরুদ্ধে একটি জিআর সাজা পরোয়ানা এবং দুটি জিআর পরোয়ানাসহ মোট তিনটি পৃথক মামলার মূলতবী ছিলো।

রামগড় থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বিধি মোতাবেক  আদালতে প্রেরণ করা হবে।

এআরএস

 

Link copied!