Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

খাগড়াছড়িতে ভারতীয় প্রসাধনী ও গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

সেপ্টেম্বর ২৪, ২০২৩, ১২:৩৪ পিএম


খাগড়াছড়িতে ভারতীয় প্রসাধনী ও গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার

খাগড়াছড়ি জেলার পানছড়ি সীমান্ত দিয়ে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পথে আসা বিপুল পরিমান ভারতীয় প্রসাধনী ট্যালকম পাউডার ও ১ কেজি গাঁজাসহ চোরাচালান চক্রের ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত পৌনে ১০টার দিকে পানছড়ি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে কুড়াদিয়াছড়া ব্রীজের উত্তর পার্শ্বে পিয়াস বড়ুয়া (২১), মো. বেলাল হোসেন (২০)কে ১কেজি গাঁজা ও ভারতীয় প্রসাধনী ১হাজার ২৬৫ পিচ ভারতীয় টেলকম পাউডারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত পিয়াস বড়ুয়া (২১), মো. বেলাল হোসেন (২০)।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন মাদক ও সীমান্তবর্তী এলাকায় চোরাচালান চক্রের অপতৎপরতা রোধে খাগড়াছড়ি জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এইচআর
 

Link copied!