Amar Sangbad
ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪,

আশ্রয়নের বাসিন্দাদের একমাত্র ভরসা বাঁশের সাঁকো

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৪, ২০২৩, ০৭:০১ পিএম


আশ্রয়নের বাসিন্দাদের একমাত্র ভরসা বাঁশের সাঁকো

নওগাঁর আত্রাই উপজেলার কয়রা আশ্রয়ন প্রকল্পের স্থানীয় বাসিন্দারা বাঁশের সাঁকো পাড়ি দিয়ে ঘরে ফেরেন। আশ্রয়ন পাড়ার প্রবেশ মুখে খালের উপর ব্রিজ না থাকায় ঝুঁকি নিয়েই বাঁশের সাঁকোর উপর দিয়ে ঘরে ফিরতে হয় তাদের।

এতে শিশু, বৃদ্ধসহ চলাচলকারীদের পা পিছলে কখনো বাঁশের চাটাইয়ের ফাঁকের মধ্যে পা আটকে যাচ্ছে আবার কখনো খালের মধ্যে পরে যাচ্ছেন। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন বলে জানিয়েছেন বাসিন্দারা।

সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার মনিয়ারী উইনিয়নের কয়রাগ্রামে খালের পার্শ্বে গৃহহীনদের জন্য মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ঘর নির্মাণ করা হয়েছে। আশ্রয়নে ১৬টি গৃহহীন পরিবারের জন্য ১৬টি ঘর নির্মাণ করে দেয়া হয়েছে।

এছাড়া আগে থেকেই আরো চারটি পরিবার ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন সেখানে। গত বছরে আনুষ্ঠানিকভাবে গৃহ হস্তান্তর করা হয়। তবে চলাচলের পাকা রাস্তার বিপরীতে খালের পশ্চিম পাশে ঘরগুলো নির্মাণ করা হলেও ঘরে ফিরতে খালের উপর ব্রিজ নির্মাণ করা হয়নি।

ফলে আশ্রয়ন প্রকল্পের প্রবেশ মুখেই বাঁশের সাঁকো নির্মাণ করে ওই সাঁকোর উপর দিয়ে ঘরে ফিরতে হচ্ছে বাসিন্দাদের। এতে শিশু ও বৃদ্ধসহ বাসিন্দারা পড়েছেন চরম বিপাকে। আবার ভ্যানচালকরা প্রতিদিন ঘর থেকে ভ্যান বের করতে এবং ঘরে ফিরতেও সমস্যার সম্মুখিন হচ্ছেন।

একটু বৃষ্টি হলেই হেঁটে চলাচলে কিম্বা ভ্যানের চাকার সঙ্গে লেগে থাকা কাঁদায় সাঁকোটি কাঁদাময় হয়ে পিচ্ছিল হয়ে পরে। ফলে সাঁকো পাড়ি দিতে শিশু, বৃদ্ধরা পা পিছলে কখনো বাঁশের চাটাইয়ের ফাঁকের মধ্যে পা-আটকে যাচ্ছে আবার কখনো খালের মধ্যে পরে যাচ্ছেন। আবার অনেক সময় ভ্যানগাড়ী ও সাঁকো থেকে পিছলে খালের মধ্যে পড়ে যাচ্ছে।

আশ্রয়নের বাসিন্দা মকবুল হোসেন(৬৫), সুইট আলী শেখ(৩৫) ও জলি বিবি (২৮) সহ বাসিন্দারা জানালেন বাঁশের সাঁকোর উপর দিয়ে চলাচলে দুর্ভোগের কথা। তারা বলেন, ঘর নির্মাণের সময় খালের উপর মাটি ফেলে রাস্তা তৈরি করে ইট, বালু, সিমেন্টসহ বিভিন্ন মালামাল পরিবহন করে ঘর নির্মাণ করে দিয়েছে।

ঘর নির্মাণের পর খালে অবাধ পানি চলাচলের জন্য সেই মাটির রাস্তা ভেঙ্গে দিয়ে উন্মুক্ত করা হয়েছে। ফলে আশ্রয়নে প্রবেশ করতে খালের উপর বাঁশের সাঁকো তৈরি করে চলাচল করতে হচ্ছে। বাসিন্দারা বলছেন, সাগর নামে এক ভ্যানচালকের ভ্যানগাড়ী সাঁকো থেকে পিছলে খালের মধ্যে পড়ে যায়।

এছাড়া শিশু-বৃদ্ধরাও পা পিছলে কখনো সাঁকোর চাটাইয়ের ফাঁকে পা আটকে যায় আবার কখনো খালের মধ্যে পড়ে যায়। তারা জানান, শুরু থেকেই শুনে এসেছি খালের উপর ব্রিজ নির্মাণ হবে। তেব এখন পর্যন্ত ব্রিজ নির্মাণ হয়নি। তারা বলেন, চলাচলে এবং মালামাল পরিবহনে আমরা চরম বেকায়দায় রয়েছি।

প্রধানমন্ত্রী আমাদেরকে জায়গা দিয়েছেন, মাথা গোঁজার জন্য ঘর নির্মাণ করে দিয়েছেন, এখন এখানে একটা ব্রিজ নির্মাণ করে দিলেই আমরা দুর্ভোগ থেকে মুক্তি পাই। তাই দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন তারা।
এ ব্যাপারে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস বলেন, আমার জানামতে আশ্রয়নে ব্রিজ নির্মাণের জন্য ওইরকম কোন আলাদা প্রজেক্ট নেয়া হয় নাই।

তবে এই উপজেলায় অনেকগুলো ব্রিজ নির্মাণের প্রজেক্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেগুলো অনুমোদন হলে সেখান থেকে একটি প্রজেক্ট হাতে নিয়ে আশ্রয়নের বাসিন্দাদের পারা-পারে ব্রিজ নির্মাণ করে দেয়া হবে।

এআরএস

Link copied!