Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পূর্বধলায় ভারতীয় মদসহ দুই কারবারি আটক

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৫, ২০২৩, ০৩:৪৯ পিএম


পূর্বধলায় ভারতীয় মদসহ দুই কারবারি আটক

নেত্রকোনার পূর্বধলায় ৯ বোতল ভারতীয় মদসহ আবু হানিফ (২৫) ও জালাল উদ্দিন (২৬) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে পূর্বধলা থানার পুলিশ।

আটককৃত আবু হানিফ পূর্বধলা উপজেলা সদরের পূর্বধলা পূর্বপাড়া গ্রামের আবু চাঁনের  ছেলে ও জালাল উদ্দিন একই গ্রামের শামছুদ্দিনের ছেলে।

পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত দুইটার দিকে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলাল উদ্দিন, এএসআই মো. মোকাম্মেল হোসাইন ও এএসআই মো. ফারুক ইসলাম খান সঙ্গীয় ফোর্স নিয়ে আবু হানিফ ও জালাল উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ৯ বোতল ভারতীয় মদসহ তাদেরকে আটক করে।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে।

এইচআর

Link copied!