Amar Sangbad
ঢাকা সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪,

রাঙামাটিতে পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি প্রতিনিধি

সেপ্টেম্বর ২৫, ২০২৩, ০৪:৩৬ পিএম


রাঙামাটিতে পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

রাঙামাটিতে ভারী বর্ষণ ও জোয়ার কারণে পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য দীপংকর তালুকদার।

আজ সোমবার সকালে রাঙামাটি পৌরসভার উদ্যোগে শহরের কাঠালতলী চারুকলা একাডেমিতে ৭নং ওয়ার্ডের ২৫০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

দিপংকর তালুকদার বলেন, প্রাকৃতিক দুর্যোগে কারো হাত নেই, প্রাকৃতিক দুর্যোগ হতেই পারে। দুর্যোগে আপনারা শুধু সতর্ক থাকবেন। ভয় পাওয়ার কিছু নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার পানিবন্দী ও বন্যা কবলিত এলাকার একজন মানুষও না খেয়ে থাকবে না। আমাদের নিকট পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুত রয়েছে। সংকট মোকাবিলায় তাদের সব ধরনের প্রস্তুতি আছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা দুর্যোগ, দুর্দিনে সবার আগে এগিয়ে আসে। পাশাপাশি এলাকার ধনাঢ্য ব্যক্তিদের পানিবন্দী মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান তিনি।

এসময় রাঙামাটি পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী সোলায়মান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য আশিষ কুমার চাকমা (নব), জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদ মান্না, রাঙামাটি পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর জামাল উদ্দিন, ৭, ৮ ও ৯নং সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর জুবাইতুন নাহার উপস্থিত ছিলেন।

এআরএস

Link copied!