Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪,

কুড়িগ্রামে শ্রেষ্ঠ ইউএনও রাসেদুল হাসান

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

সেপ্টেম্বর ২৫, ২০২৩, ০৫:১৭ পিএম


কুড়িগ্রামে শ্রেষ্ঠ ইউএনও রাসেদুল হাসান

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় চলতি বছর কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত ও জেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ ভূষিত হয়েছেন কুড়িগ্রাম সদর ইউএনও মো. রাসেদুল হাসান। রোববার এ তথ্য  জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নবেজ উদ্দিন। এর আগে গত বৃহস্পতিবার এটি ঘোষণা করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নবেজ উদ্দিন বলেন, এই বাছাই কমিটিতে জেলা প্রশাসক স্যার সভাপতি। তিনি একটি উপ-কমিটি করে দেন, সেই কমিটি বাছাই করে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। প্রতি বছর জাতীয় প্রাথমিক শিক্ষা পদক দেয়া হয়ে থাকে। মাঝে দু’বছর করোনার কারণে করা হয়নি।

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেদুল হাসান বলেন, আমি কুড়িগ্রাম সদর উপজেলায় দুই বছর ধরে কাজ করছি। আসলে আমি চেষ্টা করেছি শিক্ষা নিয়ে কাজ করার। আপনারা জানেন শিক্ষার জন্য আমি সদরের যাত্রাপুরের একটি চরাঞ্চলে স্কুল প্রতিষ্ঠা করেছি। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ ও শিক্ষারমান উন্নয়নের জন্য কাজ করেছি। শিক্ষায় কুড়িগ্রাম এগিয়ে যাক এটাই আমার প্রত্যাশা।

এআরএস

 

Link copied!