Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪,

চকরিয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৫, ২০২৩, ০৫:৩০ পিএম


চকরিয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কক্সবাজার জেলার চকরিয়ায় পলাতক সাজাপ্রাপ্ত ও দু‍‍`টি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মো. রুমেলকে আটক করেছে পুলিশ।

রোববার গভীররাতে উপজেলার বানিয়াছড়ার মাহমুদ নগর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মো. রুমেল উপজেলা বরইতলী ইউনিয়নে মধ্য বানিয়াছড়ার মৃত জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত রুমেলের বিরুদ্ধে বন ৬৪/১৭ মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত প্রদান করে আদালত এবং অপর জিআর ৫২/২৩ মামলা এবং জিআর ৪৯/১৬ মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার দীর্ঘদিন পলাতক ছিলো।

পরে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদের সার্বিক নির্দেশনায় হারবাং পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক (এসআই) মহসীন চৌধুরীর সঙ্গীয় সহকারী উপ- পরিদর্শক  (এএসআই) রাজীব ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাবেদ মাহমুদ বলেন, রোববার গভীররাতে গোপন সংবাদ পেয়ে বনমামলায় সাজাপ্রাপ্ত ও দুটি জিআর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়েছে। সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এইচআর

Link copied!