Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

টানা বৃষ্টিতে সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৫, ২০২৩, ০৫:৩০ পিএম


টানা বৃষ্টিতে সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি

নওগাঁর বদলগাছীতে টানা বৃষ্টির কারণে আগাম রবিশস্য ক্ষেতে সবজি চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে।

জানা যায়, বদলগাছী উপজেলা সবজি চাষের জন্য বিখ্যাত। এ উপজেলায় অন্যান্য ফসল থেকে রবিশস্য ফুল-ফসলের উপর নির্ভরশীল কৃষকেরা। উপজেলার অধিকাংশ চাষি আগাম জাতের সবজি চাষাবাদ করে লাভবান হয়। তবে এবার টানা বৃষ্টির কারণে সমুদয় সবজি গাছ মাটিতে নুয়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। 

কোলা ইউপির পুখুরিয়া গ্রামের শহীদুল ইসলাম, আব্দুস সালাম, পাহাড়পুর ইউপির জামাল হোসেন, কফিল উদ্দীন, বালুভরা ইউপির খাজামদ্দীনসহ আরও অনেকে বলেন, অন্যান্য ফসল থেকে আমরা ফুলের ক্ষেত সবজির উপর নির্ভরশীল বেশি।

তারা বলেন, আলু, বেগুন, মুলা, শিম, কপি, পটল, শসা, তরী, ঝিঙ্গা, লালশাকসহ বিভিন্ন ফসল আগাম চাষাবাদ করি। কোন দুর্যোগ না হলে প্রায় সংসারের ৬ মাসের খরচ আসে তাতে আমরা লাভবান হই।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান বলেন, একটানা বৃষ্টিতে আগাম জাতের সবজির ব্যাপক ক্ষতি হচ্ছে। আমরা যতদূর পারছি কৃষকদের পরার্মশ দিয়ে যাচ্ছি।

এআরএস

 

 

Link copied!