মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৫, ২০২৩, ০৫:৫৭ পিএম
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৫, ২০২৩, ০৫:৫৭ পিএম
টাঙ্গাইলের মির্জাপুরে কৃষি স¤প্রসারণ অধিদপ্তরে কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তাদের সাথে স্থানীয় এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ ভিডিও কনফারেন্স রুমে এ অনুষ্ঠান হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ।
এসময় কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. সঞ্জয় কুমার পালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম মনির, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, মহেড়া ইউপি চেয়ারম্যান বিভাস সরকার নুপুর, উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসার মো. উজ্জল হোসেন প্রমুখ।
এছাড়া সারা উপজেলায় কর্মরত ৪৩জন উপসহকারীসহ কৃষি অধিদপ্তরের কর্মচারীরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এইচআর