Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কালিয়াকৈরে বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৫, ২০২৩, ০৭:৪৮ পিএম


কালিয়াকৈরে বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের ২৮ কোটি টাকার উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আলহাজ্ব আ ক ম মোজাম্মেল হক এমপি।

সোমবার (২৫সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নূলুয়া সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে বোয়ালী ইউনিয়নের ২৮ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ঘোষণা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার, বোয়ালী ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন খান, বোয়ালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরিদ হোসেনসহ নেতাকর্মীরা।

এআরএস

Link copied!