Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বাহুবলে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ১

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৫, ২০২৩, ০৮:৪৬ পিএম


বাহুবলে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ১

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন গুরুতর আহত হয়েছে। ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের পূর্ব জয়পুর এলাকায়।

জানা যায়, বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের পূর্ব জয়পুর নামক স্থানে সোমবার বিকাল ৫ টার দিকে শ্রীমঙ্গল থেকে চেড়ে আসা ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে চেড়ে আসা একটি সিএনজি অটো রিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় অপরিচিত এক যুবক গুরুতর আহত হয়। খবর পেয়ে তাৎক্ষণিক শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তবে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে তার বাড়ি  দারাগাও চা বাগান অথবা কান্দিগাও এলাকায় হতে পারে।

এআরএস

Link copied!