Amar Sangbad
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪,

পর্যটন দিবসকে কেন্দ্র করে সৈকতে চলছে পরিচ্ছন্নতা অভিযান

রাশেদুল ইসলাম, কক্সবাজার

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সেপ্টেম্বর ২৫, ২০২৩, ০৮:৪৯ পিএম


পর্যটন দিবসকে কেন্দ্র করে সৈকতে চলছে পরিচ্ছন্নতা অভিযান

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সমুদ্র সৈকতে চলছে পরিচ্ছনতা অভিযান৷ আগামীকাল বুধবার থেকে জমকালো আয়োজনে কক্সবাজারে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী উৎসব৷

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে পর্যটন ম্যাজিস্ট্রেট মাহাবুবা মৌনা‍‍`র নেতৃত্বে  সৈকতের লাবনি পয়েন্ট থেকে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত এ অভিযান চালানো হয়৷

দৈনিক আমার সংবাদকে পর্যটন ম্যাজিস্ট্রেট মাহবুবা মৌনা জানান, জেলা প্রশাসক ও  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট স্যারের নির্দেশে এ পরিস্কার পরিচ্ছনা অভিযান হচ্ছে৷

টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার জিল্লুর রহমান বলেন, পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সৈকতে কয়েক লাখ পর্যটকের সমাগম আশা করা হচ্ছে। সকলের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জানান, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে শুরু হচ্ছে সপ্তাহজুড়ে পর্যটন উৎসব। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করি, এই আয়োজন উৎসবের নগরীতে পরিণত হবে সৈকত নগরী কক্সবাজার।

এআরএস

Link copied!