Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

প্রতরণা মামলায় ৪০ বছর পর পলাতক আসামি গ্রেপ্তার

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৬, ২০২৩, ০১:১৪ পিএম


প্রতরণা মামলায় ৪০ বছর পর পলাতক আসামি গ্রেপ্তার

ঝালকাঠির নলছিটিতে ৪০ বছর পর প্রতরণা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আনোয়ার হোসেন (৬৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ।  

সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানী ঢাকার দয়াগঞ্জ মোড় এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন নলছিটি পৌরসভার নাংঙ্গুলী এলাকার মো. মমিন উদ্দিন ওরফে মন্তাজের ছেলে।

নলছিটি থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) এনামুল হাসান জানান, আসামি আনোয়ার হোসেনের বিরুদ্ধে ১৯৮৩ সালের সূত্রাপুর থানায় প্রতারণার অভিযোগে একটি মামলা হয়। পরে তৎকালীন সামরিক আদালত (মার্শাল কোর্ট) তাকে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে। পরোয়ানা জারীর পরপরই তিনি পলাতক ছিলেন। দীর্ঘ প্রায় ৪০ বছর পর তাকে গ্রেপ্তার করা হয়।

নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, ৪০ বছর পর প্রতরণা মামলার আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সকালেই আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

এইচআর

Link copied!