Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫,

ডেঙ্গু টেষ্টে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে হাসপাতাল সিলগালা

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৬, ২০২৩, ০৯:১১ পিএম


ডেঙ্গু টেষ্টে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে হাসপাতাল সিলগালা

সাভারের আশুলিয়ায় ডেঙ্গু টেষ্ট করতে সরকার নির্ধারিত ফি‍‍`র চেয়ে অতিরিক্ত টাকা আদায় এবং সাধারণ ফ্রিজে রক্ত সংরক্ষণসহ নানা অভিযোগে একটি হাসপাতাল সিলগালা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এসময় ওই হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকার দ্বীপ জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশুলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আশরাফুর রহমান এবং সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা এ অভিযানে অংশ নেন। 
এ সময় ডা. সায়েমুল হুদা বলেন, হাসপাতালটি ডেঙ্গু টেস্ট করতে সাধারণ রোগীদের কাছে থেকে সরকারি নির্ধারিত ফি ৩০০ টাকার পরিবর্তে ৫০০ টাকা আদায় করছিলো। এছাড়া সাধারণ ফ্রিজে রক্ত সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ার অভিযোগে হাসপাতালটিকে ৫০ হাজার টাকা জরিমানাসহ সিলগালা করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।

এআরএস
 

Link copied!