Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মাটিরাঙ্গায় অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

সেপ্টেম্বর ২৭, ২০২৩, ০১:৫৮ পিএম


মাটিরাঙ্গায় অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডে টিলা সংলগ্ন ছড়া হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একব্যক্তিকে ৫০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বেলছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডে টিলা সংলগ্ন ছড়া হতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১১ ধারায় অপরাধ ও ১৫ ধারায় শাস্তিস্বরুপ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময়  সঙ্গীয় ফোর্স হিসেবে  সহায়তা প্রদান করেন মাটিরাঙ্গা থানা পুলিশ। মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটার সাথে জড়িতদের কোনভাবেই ছাড়দেওয়া হবেনা জনস্বার্থে ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এইচআর

Link copied!