Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

জলঢাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৭, ২০২৩, ০২:৫৬ পিএম


জলঢাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

‘ডেঙ্গু হতে পারে মহামারী ব্যবস্থা নেওয়া অতীব জরুরি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে আলহাজ্ব মোবারক হোসেন অনিবার্ণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় চত্বর থেকে একটি বিশাল র‌্যালি বের হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে উপজেলা পরিষদ চত্বর পরিদর্শন করে হলরুমে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম। প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার  ডা. এ.এইচ.এম রেজওয়ানুল কবীর,উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ প্রতিভা বর্মণ প্রমুখ।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শ্লোগানে বিভিন্ন এলাকা মুখরিত করে তোলেন র‌্যালিতে অংশগ্রহণকারী ৫ শতাধিক শিক্ষার্থী।

এআরএস
 

Link copied!