Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শ্রীপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৯, ২০২৩, ১১:৩৮ এএম


শ্রীপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে গাজীপুরের শ্রীপুরের র‌্যালি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া থেকে শ্রীপুরের জৈনাবাজার হয়ে (২৫ কিলোমিটার) এলাকা র‌্যালি শেষে মাওনা চৌরাস্তায় স্থানীয় মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে দোয়া অনুষ্ঠিত হয়।

পরে একই মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সামসুল হক, শ্রীপুর মুক্তিযেদ্ধা রহমত আলী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ফরিদ আম্মেদ চুন্নু, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন জর্জ, শ্রীপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সিরাজী, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শ্রীপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হিমু এবং সাবেক  ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক সাইজুদ্দিনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।

এআরএস

Link copied!