বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৯, ২০২৩, ০২:৩০ পিএম
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৯, ২০২৩, ০২:৩০ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রচণ্ড বৃষ্টিতে মাটির ঘর ধসে রাফিন (১২) ও মিশু (১০) নামে আপন দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের বাবা মন্নাফ (৪৫), মা রোকসানা (৩০) ও বোন ইশু (১০) আহত হয়েছেন।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু ওই গ্রামের মন্নাফ মিয়ার সন্তান। এ ঘটনায় আহতদের মধ্যে ইশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, মন্নাফ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। স্ত্রী ও তিন সন্তান নিয়ে মাটির ঘরে থাকতেন। গতকাল রাতে সবাই একসঙ্গে ওই মাটিরঘরে ঘুমিয়ে পড়েন। ভোররাতে প্রচণ্ড বৃষ্টি হলে তাদের ঘরটি ধসে পড়ে। এতে পরিবারের ৫ জনই মাটির নিচে চাপা পড়েন। পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাফিন ও মিশুকে মৃত ঘোষণা করেন। আহত ৩জনের মধ্যে ইশুকে আশঙ্কাজক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।
এ ব্যাপারে পত্তন ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। আমাদের ইউনিয়ন পরিষদ যথাসম্ভব শোকসন্তপ্ত এই পরিবারের পাশে থাকবে।
এআরএস