Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪,

কাশিয়ানীতে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

কাশিয়ানী (গোপালগঞ্জ ) প্রতিনিধ

কাশিয়ানী (গোপালগঞ্জ ) প্রতিনিধ

সেপ্টেম্বর ২৯, ২০২৩, ০৩:৪৩ পিএম


কাশিয়ানীতে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা সদরে পুকুর থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

আজ শুক্রবার সকালে উপজেলা সদরে হাবিবুর রহমান মোল্লার ইটভাটার একটি পুকুর থেকে অর্ধ গলিত এক মহিলার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

জানা গেছে, শুক্রবার সকালে স্থানীয়রা পুকুরের মধ্যে মধ্য বয়সে এক নারীর গলিত লাশ দেখতে পায়। স্থানীয়রা থানা পুলিশের খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

কাশিয়ানী থানার অফিসার ইনর্চাজ মো. ফিরোজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পেলেই বোঝা যাবে এই নারী মৃত্যুর রহস্য।

তাছাড়া তদন্ত অব্যাহত থাকবে। কাশিয়ানী থানার ইন্সপেক্টর তদন্ত মো. খোরশেদ আলম জানান ওই নারীর পরিচয় জানার চেষ্টা করছি এবং তার মৃত্যুর রহস্য উদঘাটন হওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।

এইচআর

Link copied!