Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মাধবপুরে দাওয়াত খেয়ে ফেরার পথে বজ্রপাতে ২জন নিহত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৯, ২০২৩, ০৮:২০ পিএম


মাধবপুরে দাওয়াত খেয়ে ফেরার পথে বজ্রপাতে ২জন নিহত

হবিগঞ্জের মাধবপুরে দাওয়াত খেয়ে ফেরার পথে বজ্রপাতে শান্তা ও সাদিয়া নামে দুই জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত শারমীন আক্তারকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার বিকালে সাড়ে পৌনে ৫ টার দিকে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর সড়ক বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ছাতিয়াইন ১নং ওয়ার্ড দক্ষিন গ্রামের রহমত আলীর স্ত্রী শারমীন আক্তার (৩৫), তার পুত্রবধু শান্তা আক্তার (২২) ও নাতনী সাদিয়া আক্তার (১২) কে নিয়ে শিমুলঘর গ্রামে ছেনু মিয়ার বাড়ীতে দাওয়াত খাওয়ার জন্য যায়। খাবার শেষে নিজ বাড়ীতে ফেরার পথে শিমুলঘর সড়ক বাজারে পৌছামাত্র বজ্রপাতের পতিত হয়। এতে ঘটনাস্থলে সোহেল মিয়ার স্ত্রী শান্তা আক্তার এবং রুবেল মিয়ার কন্যা শিশু সাদিয়া আক্তার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় বৃদ্ধ রহমত আলীর স্ত্রী শারমীন আক্তারকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। 

জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার মোঃ রকিবুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনজুর আহ্সান মর্মান্তিক দূর্ঘটনায় নিহতের পরিবারকে সরকারী তহবিলের সহায়তা নিয়ে পাশে থাকবেন বলে জানান। 

আরএস
 

Link copied!