Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

১০ বছর পর রাঙ্গাবালী উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৯, ২০২৩, ০৮:৩০ পিএম


১০ বছর পর রাঙ্গাবালী উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

এক দশক পর পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে উপজেলা যুবলীগ এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনের উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন  সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।

বিশেষ অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম।

উপজেলা যুবলীগের সভাপতি হুমায়ুন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রিয়াজ হাওলাদারের সঞ্চালনায়, প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মো. সোহেল, রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন খান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. রাশেদুর হাসান সুপ্ত, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মুরসালিন আহম্মেদ, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সম্পাদক মাসুদুর রহমান প্রমুখ।

এআরএস

Link copied!