Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

তাড়াইলে বর্ণাঢ্য আয়োজনে শেখ হাসিনার জন্মদিন পালন

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ৩০, ২০২৩, ১২:১৮ এএম


তাড়াইলে বর্ণাঢ্য আয়োজনে শেখ হাসিনার জন্মদিন পালন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করেছে যুবলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো।  তাড়াইলের পৌরসভা কার্যালয়ে  মিলাদ মাহফিল, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে  প্রধানমন্ত্রী জন্মদিন পালন করা হয়।  

উপজেলা যুবলীগের সভাপতি মোস্তফার সভাপত্বিতে করিমগঞ্জের কৃতি সন্তান শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব মো. এরশাদ উদ্দিনের উদ্যোগে এ জন্মদিন পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা আওয়ামী লীগের আজিজুল হক ভ‚ইয়া, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকিসহ যুবলীগ ছাত্রলীগসহ সংশ্লিষ্ট নেতারা।

এ সময় শিল্পপতি এরশাদ উদ্দিন বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধুর কন্যা ও আ. লীগের সভাপতি শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান। পরে পধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরএস

Link copied!