Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কুমিল্লা -৫ আসন

আ.লীগের মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদের সমর্থনে গণমিছিল-পথসভা

জাবির (বুড়িচং) কুমিল্লা

জাবির (বুড়িচং) কুমিল্লা

সেপ্টেম্বর ৩০, ২০২৩, ১১:১৩ এএম


আ.লীগের মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদের সমর্থনে গণমিছিল-পথসভা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাম্মণপাড়া) আসনে নৌকার পক্ষে ভোট চেয়ে এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. সাজ্জাদ হোসেনের সমর্থনে গণমিছিল ও পথসভা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাকশীমুল ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে কুমিল্লার বুড়িচং উপজেলার কুমিল্লা-সালদানদী সড়কের ফকির বাজার ও কালিকাপুর বাজারে গণমিছির করেন তারা।

পরে কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজের প্রধান গেইটের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. সাজ্জাদ হোসেন।
এসময় বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম (আবদুল হক) মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুর রশিদ, সাবেক ইউপি চেয়ারম্যান জামসেদুল আলম, ইউপি চেয়ারম্যান ও বাকশীমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আবদুল করিম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক ষোলনল ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সাবেক সহ সভাপতি মো. জসীম উদ্দিন ও মাসুদুজ্জামান মাসুদ, এ এইচ কামাল উদ্দিন, যুবলীগ নেতা আমিনুল ইসলাম রাসেল,ইমতিয়াজ আহমেদ ইমন, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।

এআরএস

Link copied!