Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গাজীপুরে ২১ কেজি গাঁজাসহ ট্রাকচালক আটক

কোনাবাড়ি (গাজীপুর) প্রতিনিধি

কোনাবাড়ি (গাজীপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ৩০, ২০২৩, ১২:৩১ পিএম


গাজীপুরে ২১ কেজি গাঁজাসহ ট্রাকচালক আটক

গাজীপুরের কাপাসিয়ায় ২১ কেজি গাজাসহ দুলাল মিয়া নামে এক ট্রাকচালকে আটক করছে র‍্যাব।

র‍্যাব -১ এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ সেপ্টেম্বর দিবাগত রাত পৌণে চারটার দিকে জেলার কাপাসিয়া থানার উজলী দিঘিরপাড় এলাকায় কিশোরগঞ্জ-কাপাসিয়া মহাসড়কে  চেকপোষ্ট পরিচালনা করা হয়। এ সময় একটি ট্রাক তল্লাশি করে ২১ কেজি গাজাসহ ট্রাক চালক দুলাল মিয়াকে আটক করা হয়।

র‍্যাব আরও জানায়, দুলাল মিয়া র্দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতো।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাপাসিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।

এআরএস

Link copied!