Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫,

দেবহাটায় শিশু ধর্ষণে চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সেপ্টেম্বর ৩০, ২০২৩, ০২:১৩ পিএম


দেবহাটায় শিশু ধর্ষণে চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা মামলায় ওমর ফারুক (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবক উপজেলার বসন্তপুর গ্রামের রওশন আলী গাজীর ছেলে।

জানা যায়, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বসন্তপুর এলাকায় এ ঘটনা ঘটনাটি ঘটে। পরে ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দেবহাটা থানায় মামলা দায়ের করলে শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ওমর ফারুককে গ্রেপ্তার করে পুলিশ।

শিশুর বাবা জানান, তার শিশুকন্যা (৬) বসন্তপুরে নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল। শুক্রবার জুম্মার নামাজের পূর্বে নানাবাড়ি থেকে পায়ে হেঁটে পার্শ্ববর্তী খালাবাড়িতে যাচ্ছিল। এসময় শিশুটিকে একা পেয়ে ওমর ফারুক স্থানীয় এক বাগানের পুকুর পাড়ে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় ধর্ষণে ব্যার্থ হয়ে শিশুটিকে হত্যার চেষ্টাও করে সে।  শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে তাকে ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই যুবক।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আক্তার জানান, শিশু ধর্ষণের চেষ্টা মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে আটক করে। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

এআরএস

 

Link copied!