সেপ্টেম্বর ৩০, ২০২৩, ০২:২৯ পিএম
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় গ্রন্থকেন্দ্রের নিবন্ধন পেলো লক্ষীপুরের গোফরান স্মৃতি পাঠাগার।
সম্প্রতি জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুুর তালিকাভুক্তির সনদপত্র তুলে দেন পাঠাগারের সভাপতি মো. ইসমত দ্দোহার হাতে। তালিকাভুক্তি নম্বর / জাগ্রকে /০৫৮৬, তারিখ ২৭/০৮/২০২৩।
জাতীয় গ্রন্থকেন্দ্র আবেদনের প্রেক্ষিতে গোফরান স্মৃতি পাঠাগারকে যাচাই-বাচাই করে তালিকাভুক্তির সনদপত্র দিয়ে থাকে। এছাড়া জাতীয় গ্রন্থকেন্দ্র বেসরকারি গ্রন্থকেন্দ্রের সদস্যদের দক্ষতা উন্নয়নে নানা কর্মশালার আয়োজন করে থাকে।
‘চেতনার জাগরণে বই, জ্ঞানের মোহনায় পাঠাগার’ এই স্লোগানে ধারণ করে সমাজের মানুষের পাঠোভ্যাস তৈরি করার লক্ষ্যে ২০১৮ সালের ২৫ আগস্ট লক্ষ্মীপুর সদর উপজেলার ১১ নং হাজিরপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে একদল তরুণের সম্মিলিত উদ্যোগে গড়ে তোলা হয় এ পাঠাগার।
নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সরকার ঘোষিত সকল জাতীয় দিবস উদযাপন করা হয় এ পাঠাগারে।
উল্লেখ্য, পাঠাগারের সভাপতি সাংবাদিক মো. ইসমত দ্দোহার প্রয়াত পিতা মো. আব্দুল গোফরান মিয়ার স্মরণে ‘গোফরান স্মৃতি পাঠাগার’ প্রতিষ্ঠা করা হয়। ব্যক্তি জীবনে মো. আব্দুল গোফরান মিয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগে কর্মরত ছিলেন। ১৯৯২ সালে তিনি মৃত্যুবরণ করেন।
এআরএস