Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

জাজিরায় ৪ কেজি গাঁজাসহ আটক দুই

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ৩০, ২০২৩, ০৫:১৫ পিএম


জাজিরায় ৪ কেজি গাঁজাসহ আটক দুই

শরীয়তপুরের জাজিরা উপজেলার লাউখোলা এলাকা থেকে চার কেজি গাঁজা ও ৪১টি কলকিসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জাজিরা থানা পুলিশ।

জাজিরা থানা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে এগারটার সময়ে লাউখোলার মূলনা ইউনিয়নে মিরাশা চড়পাড়া এলাকায় মাদক ব্যবসায়ী রাজু ব্যাপারীর বাড়িতে অভিযান চালিয়ে এ মাদকদ্রব্য উদ্ধার করে জাজিরা থানা পুলিশ।

এসময় প্রধান অভিযুক্ত রাজু ব্যাপারী পালিয়ে যায়। তবে তার দুই সহযোগীকে চার কেজি গাঁজা ও ৪১টি কোলকিসহ আটক পুলিশ।

আটকৃতরা হচ্ছেন- বাদশা সরদার (৫০) মো. স্বপন মাদবর(৩২)।

এবিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, গতকাল রাত সাড়ে এগারটায় মূলনা চড়পাড়া এলাকায় থেকে গোপন তথ্য পেয়ে  দুজনকে মাদকসহ আমরা আটক করি। অভিযান পরিচালনার সময়ে মাদকের মূল মালিক রাজু পুলিশ আসার খবর পেয়ে পালিয়ে যায়। তবে তার দু’সহযোগীকে আমরা আটক করি। অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে জাজিরা থানায়  মাদক আইনে মামলা রজু করা হয়েছে।

এআরএস

Link copied!