ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
অক্টোবর ১, ২০২৩, ০৩:১৩ পিএম
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
অক্টোবর ১, ২০২৩, ০৩:১৩ পিএম
দিনাজপুরের হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম বলেছেন, পুলিশসহ অন্যান্য আইনপ্রয়োগকারী বাহিনীর কঠোর অবস্থান এবং নিয়মিত অভিযানে জঙ্গিবাদ অনেকাংশ কমে গেছে। একইভাবে মাদক ব্যবসায়ীরা কোণঠাসা হয়ে পড়েছে। আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি। মাদক কারবারীরা গ্রেপ্তার হচ্ছে। এমনকি মাদকের মামলায় আদালত মাদক ব্যবসায়ীদেরকে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত প্রদান করছেন।
রোববার (১ অক্টোবর) দুপুরে ঘোড়াঘাট থানা পুলিশ আয়োজিত বিট পুলিশিং উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জনগণের সচেতনতার মাধ্যমে আইন পরিপন্থী কাজ শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। সেই সঙ্গে পুলিশ সম্পর্কে এখন অনেক মানুষের মনে নীতিবাচক ধারণা আছে। সেই ধারণা থেকে বের হয়ে পুলিশকে সহযোগীতা করতে হবে। পুলিশ এখন অনেক আধুনিক। থানায় আপনারা সেবা না পেলে সরাসরি দিনরাত ২৪ ঘন্টা আমি সহ আমাদের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে পারেন।’
পৌরসভার ৫নং বিটের উদ্যোগে আয়োজিত ওই বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ, ১নং ওয়ার্ড কাউন্সিলর রাহাত আহম্মেদ, সাবেক সংরক্ষিত কাউন্সিলর জোৎনা বেগম। একই সময় সাহেবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন পুলিশ কর্মকর্তারা। বৈঠকে স্থানীয় প্রায় শতাধিক নারী-পুরুষরা উপস্থিত ছিলেন।
এআরএস