Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মালয়েশিয়া প্রবাসী জাইদুলের দাফন সম্পন্ন

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ১, ২০২৩, ০৭:১৭ পিএম


মালয়েশিয়া প্রবাসী জাইদুলের দাফন সম্পন্ন

মালয়েশিয়ায় ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যাওয়া নারায়ণগঞ্জের আড়াইহাজারের যুবক জাইদুলের লাশ শনিবার বিমানযোগে দেশে এসে পৌঁছায়।

রোববার (১ অক্টোবর) সকাল ৯টার দিকে জানাজা শেষে জাইদুলকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিহত জাইদুল (৩৫) উপজেলার ফতেপুর ইউনিয়নের আখরপাড়া গ্রামের মৃত কফিলউদ্দিনের তৃতীয় পুত্র।

মৃত প্রবাসী জাইদুলের মেঝো ভাই সাহিদুল জানান, তার ভাই বেশ কিছুদিন আগে মালয়েশিয়া গিয়ে সেখানে কনষ্ট্রাকশনের কাজ করছিলেন। গত ২৪ সেপ্টেম্বর তিনি ডিউটিরত অবস্থায় ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। শনিবার তার লাশ সকালে দেশে আসে।

তিনি জানান, তার মৃত্যু সংক্রান্ত সকল কাগজপত্র জমা দেয়া হলে লাশ দ্ফান কাফনের খরচ হিসেবে তার পরিবারকে আর্থিক সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছেন ওয়েজ আনাস কল্যাণ বোর্ড।

এদিকে অভিবাসিদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান অভিবাসন কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর আড়াইহাজার এলাকার ফিল্ড অফিসার আমিনুল ইসলাম জানান, জাইদুলের প্রবাসে থাকা অবস্থায় মৃত্যুর বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তিনি এ ব্যাপারে খোঁজ খবর নিবেন বলে জানান।

এআরএস

Link copied!